|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে শিমুলতলী মহল্লায় মাদকদ্রব্য নির্মূল কমিটি গঠন ও মতবিনিময়সভায – ওসি সুমন কুমার মহন্ত
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২১
"জীবন একটাই তাকে ভালবাসুন মাদক থেকে দূরে থাকুন" শ্লোগানকে সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডে শিমুলতলী মহল্লায় মাদকদ্রব্য নির্মূল কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় বিরামপুর পৌর শহরের শিমুলতলী মহল্লায় পৌর কাউন্সিল মোশাররফ হোসেনের সভাপতিত্বে মাদকদ্রব্য নির্মূল কমিটি গঠন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিশেষ অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পরিমল কুমার সরকার, অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, উপধ্যাক্ষ মেজবাউল হক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার মুক্তা, পৌর যুবলীগের সভাপতি ওহেদুল ইসলাম অদু, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, সাবেক মেম্বার মোয়াজ্জেম হোসেন, শিমুলতলী মসজিদের সভাপতি খোকন, সমাজ সেবক মাহবুর আলম লাল্টু, মোয়াজ্জেম আনোয়ার হোসেন প্রমুখ।
এসময় ৮নং ওয়ার্ডর কাউন্সিলর মোশাররফ হোসেনকে ও মাহবুব আলম লাল্টুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট মাদক নির্মূল কমিটি গঠন করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.