|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আইয়ুব আলী যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে পদোন্নতি
প্রকাশের তারিখঃ ১৯ ডিসেম্বর, ২০২১
কচুয়া উপজেলা যুব উন্নয়ন অফিসে কর্মরত সিনিয়র ক্রেডিট সুপারভাইজার মো. আইয়ুব আলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন। গত ২৫ নভেম্বর তিনি সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা থেকে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদোন্নতি পেয়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় যোগদান করেন।
মতলব উত্তর উপজেলার হাপানিয়া গ্রামের অধিবাসী মো. আইয়ুব আলী শিক্ষাজীবন শেষ করে ১৯৯৩ সালের ১৬ মে চট্টগ্রামের বোয়ালমারি উপজেলায় গ্রুপ এ্যানিমেটর হিসেবে যোগদান করেন। পরবর্তী তিনি একই পদে ১৯৯৭ সালে হোমনা উপজেলা,২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত হাইমচর উপজেলায় কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ক্রেডিট সুপারভাইজার পদে ২০০৮ সালে কচুয়ায় যোগদান করেন এবং ২০২১ সালে সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ও পরবর্তীতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।
তার স্ত্রী ফরিদা ইয়াসিমন মতলব উত্তর উপজেলার মুক্তিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ ছেলে ১ মেয়ের জনক। টানা ১৩ বছর যাবত কচুয়ায় কর্মরত থাকায় তিনি এ উপজেলার সাধারন মানুষের সাথে মিশে গেছেন। নতুন কর্মস্থলে সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে এবং ওই উপজেলাবাসীকে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.