|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিরামপুরে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেমিনারে- উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৮ ডিসেম্বর, ২০২১
দিনাজপুরের বিরামপুরে সিবিও এবং এসজিও সদস্যবৃন্দদের নিয়ে শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় পৌর শহরের বেলডাঙ্গায় নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন -এনডিএফ (আইসিসিবি) এর আয়োজনে জমি-জমা সংক্রান্ত সমস্যা সমাধানে ভূমি অফিসে যোগাযোগ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি কেরোবিন হেমব্রমের সভাপতিত্বে ও নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উপজেলা ম্যানেজার খায়রুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, দিনাজপুর জেলা জজকোর্টের আইনজীবী এ্যাডভোকেট হামিদুর রহমান, উপজেলা এনজিও ফোরামের সেক্রেটারি এনামুল হক, উপজেলা আদিবাসী ফেডারেশনের সেক্রেটারি বিশ্বনাথ তিরকী, নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের লিগ্যাল প্রমোটর সেবাসটিয়া হেমব্রম সহ সিবিও এবং এসজিও সদস্যবৃন্দ।
সেমিনারে আদিবাসীদের জমি-জমা সংক্রান্ত সমস্যা ও সমাধান, ভূমি অফিসে যোগাযোগ ও করণীয় বিষয়ক বিভিন্ন আলোচনা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.