|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বিজয়ের পরে বাংলাদেশের সংবাদপএে কি ছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ ডিসেম্বর, ২০২১
তখন মানুষের মধ্যে মুক্তির আনন্দ ছিল অপার। সেই চিত্রও পাওয়া যায় সংবাদপত্রের পাতায়। ‘রাজধানীর আকাশ বাতাস “জয় বাংলা” স্লোগানে মুখরিত’ (আজাদ, ১৮ ডিসেম্বর ১৯৭১)-এ তুলে ধরা হয়েছে বিজয়ী বাঙালির প্রতিচ্ছবি, ‘দীর্ঘ ২৫ বৎসরের স্বৈরাচারী পাঞ্জাবি শাসকচক্রের বর্বরতা নির্মম নির্যাতন ও শোষণের অবসানের বহু প্রতীক্ষিত বার্তাটি ঘোষিত হওয়ার সাথে সাথে রাজধানীর অযুত জনতার বুকে বিজয়ের যে উত্তাল তরঙ্গ উচ্ছ্বাসিত হইয়া উঠিয়াছে তাহা স্বচক্ষে না দেখিলে উপলব্ধি করা যায় না। দখলদার বাহিনী সান্ধ্য আইন জারি করিয়া যখন আত্মসমর্পণের আয়োজনে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে জনতা মৃত্যুভয় তুচ্ছ করিয়া ঊর্মিমালার মতো নামিয়া আসে রাজপথে। সেই অভূতপূর্ব প্রাণাবেগ, প্রাণচাঞ্চল্য ও স্বতঃস্ফূর্ত জনতার তরঙ্গমালা কেহ স্বচক্ষে না দেখিলে বিশ্বাস করিতে পারে না।’
সরকার দ্বারা পরিচালিত দৈনিক পাকিস্তান পত্রিকাটি ১৮ ডিসেম্বর থেকে নাম পরিবর্তন করে দৈনিক বাংলা নামে প্রকাশিত হতে শুরু করে। জয় বাংলার জয়’ শিরোনামে এদিন এ দৈনিকেও ছিল বিজয়ের খবর, আর সেই সংবাদের মধ্যে যুগপৎভাবে লুকানো ছিল হাসি ও কান্না।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.