|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
৩ দিন ব্যাপী বিজয় উৎসব দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২১
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কুড়িগ্রামে ৩ দিন ব্যাপী বাঙালির জাতীর বিজয় উৎসব শুরু হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নাট্যকার উদ্যোগে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে মঙ্গলবার সন্ধায় মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী দিন শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।
এতে আলোচনা করেন জেলালা পরিষদ চেয়ারম্যান
মোঃ জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা এডভোকেট আমজাদ হোসেন,
মহিলা পরিষদের সভানেত্রী রওশন আরা চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহায়ক শ্যামল ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক দুলাল বোস, শাহানুর রহমান প্রমুখ।
পরে সাম্প্রতিক কুড়িগ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।
প্রতিদিন সন্ধা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ উৎসব ১৬ ডিসেম্বর পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.