|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে অভ্যন্তরীণ আমন (ধান ও চাল) সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৫ ডিসেম্বর বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ এ কার্যক্রম উদ্বোধন করেন।
ভারপ্রাপ্ত কর্মকর্তা সালমা আফরোজ এর সার্বিক আয়োজনে এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোফায়েল হোসেন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ সালাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কচুয়ায় অনলাইনে আবেদনের মাধ্যমে প্রকৃত কৃষকদের কাছ থেকে প্রতি মন আমন ধান ১ হাজার ৮০টাকা ধরে ১শ’৮২ মে:টন ধান সংগ্রহ করবে উপজেলা খাদ্য বিভাগ । এ কার্যক্রম আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
কচুয়া :কচুয়ায় অভ্যন্তরীণ আমন (ধান ও চাল) সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করছেন,ইউএনও দীপায়ন দাস শুভ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.