|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
‘চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৪ ডিসেম্বর, ২০২১
আজ মঙ্গলবার বাংলাদেশ পুলিশে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৭.৩০ ঘটিকা থেকে চট্টগ্রাম পুলিশ লাইন্স মাঠে ৩য় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর চতুর্থ ইভেন্ট: পুশ-আপ, পঞ্চম ইভেন্ট: সিট আপ, ষষ্ঠ ইভেন্ট: ড্র্যাগিং, সপ্তম ইভেন্ট: রোপ ক্লাইমিং পরীক্ষা সম্পন্ন হয়েছে।
মাননীয় ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন বিপিএম-বার, পিপিএম-বার, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় চাঁদপুর জেলার প্রার্থীদের নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার মহোদয়। এছাড়াও নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি-সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.