|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাইকগাছার কপিলমুনিতে ছাত্রলীগের নবগঠিত কমিটি বিলুপ্ত ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২১
পাইকগাছা উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের নবগঠিত কমিটি বিলুপ্ত ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মত পাইকগাছার কপিলমুনিতে বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (১২ ডিসেম্বর) বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিলটি কপিলমুনি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কপিলমুনি প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এর পর জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক ও কপিলমুনি কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন বাবুর সভাপতিত্বে ধান্য চত্ত্বর মোড়ে প্রধান সড়কের উপর এক পথসভায় মিলিত হয়।ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন মোল্লার পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, সাব্বির হোসেন, নব গঠিত উপজেলা ছাত্রলীগের পদত্যাগকারী নেতা বাঁধন মন্ডল, মাহবুবুর রহমান নয়ন, লস্কর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ বাদশা, সাবেক সহ-সভাপতি পৌর ছাত্রলীগ নেতা শেখ সবুজ, কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের শেখ ফিরোজ, হুসাইন আহম্মেদ রানা, অহেদুজ্জামান, আব্দুর রহিম, বাবলু গাজী, মাজহারুল ইসলাম মিঠুন, সরদার রিয়াদ আহম্মেদ, দিদারুল ইসলাম, হাবিব, রাসেল সরদার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সম্মেলন না করে ৯ ডিসেম্বর রাতে খুলনা জেলা ছাত্রলীগ ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ও ১৬ সদস্য বিশিষ্ট পৌরসভা কমিটি ঘোষণা করেন। যাতে মাদক সংশ্লিষ্টদের সম্পৃক্ত করা হয়েছে বলে মন্তব্য করেন এবং অবিলম্বে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণার দাবি জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.