|| ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
কচুয়ার রাগদৈল আই.এম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৩ ডিসেম্বর, ২০২১
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল আই. এম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষ্যে ও শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ করা হয়েছে। সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সমাবেশ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস এর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো: শাহ আলম চৌধুরীর পরিচালনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো: রফিকুল ইসলাম মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি কাজী আলহাজ¦ মো: মোখলেছুর রহমান, সাবেক সভাপতি মহসীন হোসেন ফরাজী মহসীন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, বিদ্যালয়ের সদস্য রনজিত সরকার,সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলাম মোল্লা ও জিসান আহমেদ নান্নু প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক,শিক্ষার্থীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার রাগদৈল আই.এম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন, বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মজুমদার।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.