|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নারায়ণগঞ্জে ট্রাক নিল বাবা মেয়ের প্রাণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২১
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইটবাহী ট্রাকের চাপায় রিকশা আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।[video width="1280" height="720" mp4="https://dainikbanglarodhikar.com/wp-content/uploads/2021/12/20211211_720p.mp4"][/video]
১০ ডিসেম্বর শুক্রবার দুপুরে চাষাঢ়ায় পুলিশ ফাঁড়ির সামনে চাষাঢ়া-পঞ্চবটি-ঢাকা সড়কে (ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক হিসেবে পরিচত) ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ‘সোনারগাঁও উপজেলার সম্ভুপুরা এলাকার আলতাব হোসেন (৪৩) ও তার মেয়ে বেলী আক্তার (১৪)।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘আলতাব হোসেনের প্রথম সংসারের মেয়ে বেলী। সে তার খালার সঙ্গে পঞ্চবটি এলাকায় বসবাস করে। পরিবারিক এক বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে মেয়েকে খালার বাসা থেকে নিয়ে রিকশায় সোনারগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেয়। তবে রিকশা চাষাঢ়ায় আসলে রাস্তার মধ্যে হঠাৎ মোড় ঘুরাতে গেলে পিছন থেকে ইটবাহী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা মেয়ে মারা যায়। পরে স্থানীয়রা ট্রাক চালক হাবিবকে (৩৮) আটক করে পুলিশে হস্তান্তর করে। তবে রিকশা চালককে খুঁজে পাওয়া যায়নি।’
তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.