|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন’র শুভ উদ্বোধন-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১১ ডিসেম্বর, ২০২১
ছাগলনাইয়া উপজেলায় ৫-৫৯ বয়সী সকল শিশুদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর তিনদিন ব্যাপী কর্মসূচি আয়োজন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শিহাব উদ্দিন রানা'র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম। এসসয় আগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
"শিশুদের ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ান মৃত্যুর ঝুঁকি কমান" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগত অতিথিবৃন্দ শিশুদের জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে তিনদিন ব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাফিক সাব্বির সহ অন্যন্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.