|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিরাজদিখানে কেয়াইন ইউনিয়ন এর চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফ আলী র গণসংযোগ
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২১
সিরাজদিখানের কেয়াইনে নৌকার প্রার্থী আশরাফ আলী র গণসংযোগ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আশ্রাফ আলী শেখ মোটর সাইকেল শোভাযাত্রা ও গণসংযোগ করেছেন। শুক্রবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদের নেতৃত্বে উপজেলার কুচিয়ামোড়া কলেজ মাঠ থেকে প্রায় দুইশতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বের হয়ে লক্ষিবিলাশ মা রক্ষাকালী মন্দিরে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের সাথে লক্ষিবিলাশ গ্রামসহ এর আশপাশের বিভিন্ন স্থানে ব্যপক গণসংযোগ করেন চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আশ্রাফ আলী শেখ। পরে লক্ষিবিলাশ এলাকাসীর আয়োজনে মা রক্ষাকালী মন্দিরে নির্বাচনী সভার আয়োজন করা হয়।
সভায় মোঃ আশ্রাফ আলী শেখ বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে কেয়াইনের বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। যে কাজগুলো বাকী আছে আপনারা বলবেন আমি করে দিবো। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন। আমি আপনাদের ভোটে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হলে কেয়াইন ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত আধুনিক ইউনিয়ন হিসেবে উপহার দিবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ,সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ,
কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইস্রাফিল, উপজেলা শ্রমিক লীগ সভাপতি জিল্লুর রহমান, কুচিয়ামোড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক কফিল উদ্দিন, কেয়াইন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাসেল খাঁন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ,আহসান হাবিব ও আফাজ উদ্দিন ভুইয়া সহ আরো অনেকে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.