|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজবাড়ী জুট মিলে অগ্নিকাণ্ড-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২১
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর এলাকার রাজবাড়ী জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে জুট মিলের ১ নম্বর ইউনিটে তেলের ট্যাঙ্ক থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে রাজবাড়ী' বালিয়াকান্দি' পাংশা 'গোয়ালন্দ ও ফরিদপুরের সালথা উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিলের জেনারেল ম্যানেজার আলী আহম্মেদ জানান, শুক্রবার মিল বন্ধ ছিল। মিলের ইমালশন প্লান্ট থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি স্থানীয়রা দেখে চিৎকার শুরু করে। পরে আমরা ফায়ার সার্ভিসকে খবর দেই। আগুনে কারখানার একটি ইউনিট সম্পূর্ণ পুড়ে গেছে। আরও দুটি ইউনিটের ৮০ শতাংশ ক্ষতি হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন শেখ সাংবাদিকদের বলেন আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতার পাশাপাশি আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.