|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
যেখানে অসহায়ত্ব সেখানেই ফুলবাড়ী মানব সেবা সংগঠনের তরুন উদ্যোক্তা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১০ ডিসেম্বর, ২০২১
সমাজের অসহায়দের অসহায়ত্বের কথা শুনার সাথে সাথে অসহাদের পাশে দাঁড়াতে এগিয়ে যাচ্ছে তরুন উদ্যোগতাদের সমাজ সেবা মূলক সংগঠন" ফুলবাড়ী মানব সেবা সংগঠন"সোহাগ কিবরিয়ার ধারাবাহিকতায় (আজ শুক্রবার ১০ই ডিসেম্বর)সকাল ১১টার দিকে এক অসহায় শিশুকে তার নিজ অর্থায়নে সাহায্য হাত বাড়িয়ে দেন সোহাগ কিবরিয়া
কাজ হোক মানুষের জন্য,"জয় হোক মানবতার"এই স্লোগান সামনে রেখে গঠিত হয়েছে সমাজ সেবামূলক সংগঠন,"ফুলবাড়ী মানব সেবা সংগঠন"সেবার ধারাবাহিকতা অব্যাহত রেখে চলেছে, "ফুলবাড়ী মানব সেবা সংগঠনের উদ্যোক্তা সোহাগ কিবরিয়া"ও সদস্য নেতৃবৃন্দরা।
ফুলবাড়ী মানব সেবা সংগঠনের উদ্যোগতা সোহাগ কিবরিয়া তারই ধারাবাহিকতায় অসহায় শিশুর হাতে শীত নিবারণের জ্যাকেট ও কম্বল পরনের শার্ট প্যান্ট দেন ,আর এক শিশুকে ব্যাগ ও জামা প্যান্ট কিনে দেন,ফুলবাড়ী মানবসেবা সংগঠনের উদ্যোক্তা সোহাগ কিবরিয়া"
এবিষয়ে সংগঠনের উদ্যোগতা সোহাগ কিবরিয়া বলেন,আমাদের সমাজের আশেপাশের অসহায় মানুষদের অসহায়ত্বের কথা শুনার সাথে সাথে ছুটে যাই সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
ইতি পূর্বে করোনা কালে আমরা অসহায় মানুষদের খুঁজে খুঁজে বের করে সাহায্য দিয়েছি,শীতের সময় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করাসহ সেবা মূলক অনেক কাজ করেছি।ইনশাল্লাহ এই সেবা মূলক কাজ আমাদের সাধ্য অনুযায়ী অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.