|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর, ২০২১
ছাগলনাইয়া ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ এর উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত পরিষদ অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে। ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আতিক উল্যাহ ইউসুফ'র সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম'র সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, ছাগলনাইয়া থানা এসআই মাকসুদুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আবছার, ছাগলনাইয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, সাংবাদিক নুরুজ্জামান সুমন প্রমুখ।
"বিজ্ঞান ও প্রযুক্তি ও নৈতিকতা একইসূঁত্রে গাঁথা" এই প্রতিপাদ্য কে সামনে রেখে প্রযুক্তিগত দিক থেকে আরো এগিয়ে যেতে হবে। সারা বিশ্বের প্রযুক্তিগত গুলির দিকে তাকিয়ে বিজ্ঞানকে আরো গবেষনা করে প্রযুক্তি বের করে আনতে হবে বলে মত পারে করেন আগত অতিথিবৃন্দ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা সারাদেশের ন্যায় ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আলোচনা সভা শেষে উপজেলার ২০ টি মাধ্যমিক স্কুল থেকে আগত ক্ষুদে বিজ্ঞানীদের স্টল গুলি পরিদর্শন করেন আগত অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.