|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ইউপি নির্বাচনে মটর সাইকেল মার্কা পেলেন রানু সোহরাওয়ার্দী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৭ ডিসেম্বর, ২০২১
আজ ৭ই ডিসেম্বর ২০২১ মঙ্গলবার সকাল ১০ঃ৩০টায় রাজারহাট উপজেলার নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মার্কা নিলেন রানু সোহরাওয়ার্দী।আগামী ২৬শে ডিসেম্বর রাজারহাট উপজেলার সাত ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।চাকিরপশার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটর সাইকেল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পীর সহধর্মিনী রানু সোহরাওয়ার্দী।এর আগে উপজেলা পরিষদের নির্বাচনে মটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী উপজেলা চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।
মটর সাইকেল প্রতিকের বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে রানু সোহরাওয়ার্দীও ইউপি নির্বাচনে মটর সাইকেল মার্কা পছন্দ হিসেবে নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন।তার আবেদনের প্রেক্ষিতে রানু সোহরাওয়ার্দী কে মটর সাইকেল প্রতিক বরাদ্দ দেন নির্বাচন কর্মকর্তা।উল্লেখ চাকিরপশার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম আজাদ,বিএনপি নেতা এডভোকেট শফিকুল ইসলাম ও নৌকা মার্কা প্রতিক নিয়ে আব্দুস সালাম প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
তাং০৭/১২/২০২১
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.