|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বাংলাদেশে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব দেখা দিতে পারে রোববার-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ ডিসেম্বর, ২০২১
বাংলাদেশে আগামী রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যার পর ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব দেখা দিতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে কাল শনিবার সারাদেশে বৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যায় ঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর কারণে শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় দেশের চার সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার বিকেল নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সুন্দরবন, সাতক্ষীরা ও এর আশেপাশের এলাকায় তীব্র ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে ভারতে বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশের আকাশ মেঘলা রয়েছে। ঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.