|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পশ্চিম সহদেবপুর ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন মফিজুল রহমান
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২১
কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মফিজুর রহমান।
৩০ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মো. মফিজুর রহমান বলেন, ১৯৯১ সালে দালাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক,১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পশ্চিম সহদেবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ১৯৯৪ সালে বিএনপির অবৈধ নির্বাচনের বিরুদ্ধে ও তত্ত্ববধায়ক সরকারের জন্য আন্দোলন করেন। ২০০১ সালে ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন ও দলীয় প্রার্থীর পক্ষে কাজে অংশগ্রহন এবং ২০০২ সালে বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে শারীরিক নির্যাতের স্বাীকার হই। ২০০৪ সালে মিথ্যা মামলা দিয়ে হয়রানি,২০০৬ সালে ইউনিয়ন যুবলীগের পূনরায় সভাপতি হই। ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্ববধায়ত সরকার কর্তৃক শেখ হাসিনার মুক্তির প্রতিবাদ ঢাকায় আন্দোলনে অংশগ্রহন করি। পরে ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সকল কার্যক্রম ও কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেছি। ২০১২ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী নৌকার পক্ষে পশ্চিম সহদেবপুর ইউনিয়ন সক্রিয় ভাবে কাজ করেছি। ২০১৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে বর্তমানে এখনো দায়িত্ব পালন করছি। সবকিছু বিবেচনা করে দলের দুর্দিনে যারা ত্যাগ শিকার করেছে এবং নির্যাতিত নেতাদের মূল্যায়ন করলে আশাকারি আমি দলীয় প্রতীক নৌকা উপহার পাবে। তাই তিনি ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নবাসী ও সকলের কাছে দোয়া কামনা করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.