|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় বিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় মারধর থানায় অভিযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া বিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় মারধরের ঘটনার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ছাগলনাইয়া জমদ্দার বাজারে উত্তর পার্শ্বে মধুমতি ব্যাংক সংলগ্ন।এবিষয়ে ভুক্তভোগী নিজাম ফার্নিচারের স্বত্বাধিকারী মোঃ নিজাম উদ্দিন বাদী হয়ে ছাগলনাইয়া থানা হাজির হয়ে অভিযোগ পত্র দায়ের করে।
অভিযোগ পত্রে মোঃ নিজাম উদ্দিন জানান, বিবাদী দিদার সেন্টার ফুড এজেন্ট এর মালিক দিদারুল আলমের কাছে কয়েক মাসের বিদ্যুতের বকেয়া বিল চাওয়ায় কয়েকদিন যাবৎ তালবাহানা শুরু করে। এনিয়ে (৩০ নভেম্বর) সকাল ১১ টায় বকেয়া বিল চাইতে গেলে বিবাদী সহ আরো ৪/৫ জন বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমাকে লাঠিসোঁটা দ্বারা আমার দোকানের ভিতরে এসে অতর্কিত হামলা চালিয়ে হাতে, বুকে, পিঠেসহ পিটিয়ে ফুলা জখম করে। এসময় সুযোগ বুঝে আমার ক্যাশ থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়। পাশাপাশি আমার দোকান বিভিন্ন সামগ্রী ভাংচুর করে। মারধরের সময় আমার চিৎকারে স্থানীয় দোকানিরা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। যার চিকিৎসা রেজিঃ নং- ২০১৬/০২। আমি বিবাদী দিদারুল আলমের বিচার চেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে বলে জানিয়েছে ছাগলনাইয়া থানা পুলিশ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.