|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় “ফেনী জেলা পুলিশ যেমন চাই” বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ নভেম্বর, ২০২১
ছাগলনাইয়া থানা কর্তৃক আয়োজিত "ফেনী জেলা পুলিশ যেমন চাই" প্রতিপাদ্যকে সামনে রেখে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এক ব্যাতিক্রমধর্মী উদ্যোগ গ্রহন করা হয়। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় ছাগলনাইয়া থানা প্রাঙ্গনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া-পশুরাম) সার্কেল সোহেল পারভেজ'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্য জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাদের কল্পনাতে পুলিশ কেমন সেটা উপলব্ধি করার জন্য ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে এই আয়োজন। শিক্ষার্থীদের রচনা ও চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা শতভাগ এবং সকলের সহযোগিতায় কাজ করে যাবো। ফেনী জেলা পুলিশ এই ব্যাতিক্রম উদ্যোগ গ্রহন করেন শুধু জনকল্যানের জন্য। তিনি আরো বলেন, সরকারীভাবে যতগুলি দিবস আছে ততগুলিতে আমরা চিত্রাঙ্কন, রচনা, হামদ, নাত এই রকম কর্মসূচিতে শিক্ষার্থীদের মনোভাব তুলে ধরার চেষ্টা করব। এইসব কর্মসূচি পালনে শিক্ষার্থীদের মাঝে পুলিশ বাহিনীর কাছে একটা ভাল ধারনা অর্জন হবে বলে মনেকরি।
সালেহ্ উদ্দিন-হোসনে আরা চৌধুরী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারিদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, সেকেন্ড অফিসার মোঃ মুনিরুল ইসলাম, থানার সকল অফিসারবৃন্দ, সাংবাদিক সহ অভিভাবক।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.