|| ২৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ২৯শে রমজান, ১৪৪৬ হিজরি
হাজীগঞ্জের বলাখালে ভোক্তা-অধিদপ্তরের৷ অভিযান ও জরিমানা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৯ নভেম্বর, ২০২১
আজ সোমবার দুপুরে হাজীগঞ্জের বলাখাল বাজারে
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায়
ফার্মেসী সহ সর্বমোট পাঁচটি প্রতিষ্ঠানকে ১১হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিদপ্তরের চাঁদপুর জেলা কতৃক সহকারী পরিচালক নুর হোসেন নুর বলেন, ২টি ফার্মেসীতে ১৯-২০সালের মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। ও কয়েকটি হোটেলে নোংরা পরিবেশ পাওয়া যায় এবং মুদি দোকানের মূল্য তালিকায় প্রত্যেকটি দেকানের মূল্য
আলাদা আলাদা থাকায় ঐ এসব প্রতিষ্ঠানকে জরিমানাসহ সতর্ক অবলম্বন করা হয় বলে দৈনিক বাংলার অধিকার কে জানান।
তিনি আরও জানান- কেউ কেনাকাটায় মধ্যে পন্যের দাম বাড়ানো হলে ভোক্তা অধিদপ্তরের কাছে অভিযোগ করার জন্য অনুরোধ জানান। এবং এই অভিযান চলমান থাকবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.