|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আবরার হত্যা মামলার রায় ৮ ডিসেম্বর-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২১
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির রায় পিছিয়ে ৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত। আজ রোববার (২৮ নভেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১–এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ দিন ধার্য করেন। এদিন কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। পলাতক তিন আসামি ছাড়া বাকি আসামিরা আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। মামলার রায় প্রস্তুত না হওয়ায় সেটি প্রকাশ করা হয়নি। এর আগে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহ ভূঁইয়া জানান, মামলায় ২৫ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে আদালতে আবেদন করেন। হত্যার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ থেকে ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনকে আদালতে হাজির করা হয়। ১৪ নভেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে রায় ঘোষণার জন্য দিনটি (রোববার) ধার্য করেন আদালত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.