|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আদালতে এসে যা বললেন আবরাবের বাবা-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৮ নভেম্বর, ২০২১
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ রোববার (২৮ নভেম্বর) দুপুরে।
এরই মধ্যে ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। আবরারের বাবা বরকত উল্লাহ রায়ে সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। তিনি বলেন, তাদের এমন শাস্তি হওয়া দরকার, যাতে আগামীতে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা না হয়। আজ সকালে পুরান ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ প্রাঙ্গণে এ কথা জানান তিনি। বরকত উল্লাহ বলেন, 'এ মামলায় এখনও তিনজন পলাতক। শুনেছি তারা নাকি দেশের বাইরে চলে গেছে। তাদেরও গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।' উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.