|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মিলাদ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৭ নভেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী রোস্তম আলী ডিগ্রি কলেজের ২০২১ সালের ৪৪৩জন এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর শনিবার কলেজ মিলনায়তনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয়।
বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন মোল্লা, নজরুল ইসলাম,ফজলুর রহমান,ফানাউল্যাহ,আবুল খায়ের,মোহাম্মদ বিল্লাল,সাংবাদিক জিসান আহমেদ নান্নু,সমাজসেবক শাহলাজলা মিয়া,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেনসহ আরো অনেকে। এসময় শিক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মো. আবু জাফর । এসময় কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ার পালাখাল রোস্তম আলী রোস্তম আলী ডিগ্রি কলেজের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মিলাদে মোনাজাতরত অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.