|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়ায় ইউপি নির্বাচন ২০২১ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া উপজেলা ৫টি ইউপি নির্বাচনকে সামনে রেখে সকল প্রতিদ্বন্দ্বি প্রার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী ও ভোট গ্রহন কর্মকর্তাদের সাথে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকাল ৫ টায় ছাগলনাইয়া উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মোঃ নাসির উদ্দিন পাটোয়ারী'র সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন, বিজিবি অধিনায়াক (ফেনী জেলা) মোঃ আবদুর রহিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল (ছাগলনাইয়া-পশুরাম) সোহেল পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হোমায়রা ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাফকাত রিয়াদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ জসিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান সকল প্রার্থীদের উদ্দেশ্য বলেন, কোন ধরনের ভোটারদের উত্ত্যক্ত করা যাবেনা। বহিরাগত কোন মানুষ আসতে পারবেন না। সুষ্ঠ নির্বাচন উপহার দিতে প্রিজাইডিং অফিসারদের আহব্বান জানান। নির্বাচন কালীন সময় তিন স্তরের নিরাপত্তা জোরদার করা হবে। নির্বাচনী পরবর্তী দুইদিন কোন মিছিল মিটিং করা যাবেনা।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.