|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার তুলপাই-দারাশাহী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৫ নভেম্বর, ২০২১
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তুলপাই দারাশাহী উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোট ৫১৬জন ভোটারের মধ্যে ২৯৮জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে ৮৮টি ভোট বাতিল হয়। ৪জন প্রার্থীর বিপরীতে ৮জন প্রার্থী নির্বাচনে তুমুল প্রতিদন্ধিতা করে।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান। এসময় বিদ্যালয়ের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আইয়ুব আলী পাটওয়ারী,ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আজিজুর রহমান পাটওয়ারী,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক মো. গোলামা সাদেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নির্বাচনে আইনশৃঙ্খলার দিক থেকে বিশেষ সহযোগিতা করেন কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন। নির্বাচনে মো. ইসমাইল হোসেন ২২৪ ভোট পেয়ে ১ম স্থান,মো. আরিফ হোসেন ১৪২ ভোট পেয়ে ২য় স্থান,বিশ^নাথ ১৩০ ভোট পেয়ে ৩য় স্থান ও মো. তাজুল ইসলাম মেম্বার ১২২ ভোট পেয়ে ৪র্থ স্থান অর্জন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.