|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
গুলিস্তানে গাড়ির ধাক্কায় কলেজছাত্র নিহত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৪ নভেম্বর, ২০২১
রাজধানীর গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় নটরডেম কলেজের এক ছাত্র নিহত।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এই কলেজছাত্র নিহত হন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, বুধবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.