|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পোল্যান্ড থেকে দেশে এসেছে এবার ভয়াবহ মাদক ‘ডিওবি’-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২৩ নভেম্বর, ২০২১
কুরিয়ারের মাধ্যমে পোল্যান্ড থেকে দেশে এসেছে ভয়াবহ এক মাদক ডিওবি (ডাইমেথ অক্সি ব্রোমোঅ্যামফেটামাইন)। কিছুটা এলএসডির মতো দেখতে এই মাদকের চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর)। সংস্থাটি বলছে, বাংলাদেশে এ ধরনের মাদক এই প্রথমবার আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোর (উত্তর) সহকারী পরিচালক মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এই মাদক আনা হয়েছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে এর চালান এসেছে। আমরা প্রথম এ ধরনের মাদক আটক করেছি। এ বিষয়ে বিস্তারিত বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।’ এটি দেশের তালিকাভুক্ত ‘ক’ শ্রেণির মাদক উল্লেখ করে তিনি বলেন, ‘এটা দেখতে কিছুটা এলএসডির মতো।’
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.