|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার পাথৈর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা মনোনয়ন প্রত্যাশী জুয়েল মিয়াজীর গনসংযোগ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২২ নভেম্বর, ২০২১
কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রত্যাশী ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. জুয়েল মিয়াজীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ মতবিনিময় সভায় সাবেক ইউপি চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। প্রধান অতিথির তাঁর বক্তব্যে বলেন, নৌকা স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। দেশব্যাপী নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের এলাকার তরুন যুবক ইঞ্জি. জুয়েল মিয়াজী আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী। আমার বিশ^াস দল তাকে নৌকা প্রতীক উপহার দিবে। আর নৌকা প্রতীক পেলে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে আপনারা সার্বিক সহযোগিতা করবেন।
সমাজসেবক হানিফ মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব মো. মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য বাবুল মিয়া,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া,ইউপি সদস্য প্রত্যাশী মো. হারেছ মিয়া,উপজেলা মৎস্যজীবী লীগ নেতা মো. খোরশেদ আলম প্রমুখ।
এদিকে ২নং পাথৈর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাপান প্রবাসী তরুন সমাজসেবক ইঞ্জি. মো. জুয়েল মিয়াজী মধুপুর বাজারে আগমন উপলক্ষে বিশাল বহর নিয়ে বিভিন্ন স্থানে নেতাকর্মী ও ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির মাধ্যমে ৩বারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মিয়াজীর অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.