শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

মিথ্যা মামলা থেকে মুক্তি চান নির্যাতিত দুই সাংবাদিক-দৈনিক বাংলার অধিকার

এস ডি স্বপন, বিশেষ প্রতিনিধি / ২৭১ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ২:৪৯ অপরাহ্ণ

মাদক, দুর্নীতি , অনিয়মের সংবাদ প্রকাশ করার জের ধরে কক্সবাজারে আলোচিত বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের মিথ্যা মামলায় সাংবাদিক ফরিদুল মোস্তফা এবং ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবির এসআই আক্রাম হোসেন ও মামলাবাজ ইদ্রিস খানের রোষানলে সাংবাদিক খায়রুল আলম রফিকের পরিবারে নেমে এসেছে ঘোর অমানিশা । পুলিশ কর্তৃক ও প্রভাবশালীদের দায়েরকৃত মিথ্যা মামলায় তারা জামিনে মুক্তি পেয়ে স্বস্তির নিশ্বাস নিলেও ভূক্তভোগী সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের দুর্বিষহ জীবন । জানা যায়, টেকনাফ থানার ওসি প্রদীপের বিরুদ্ধে দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে কক্সবাজার বানী পত্রিকার সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের আবাসিক সম্পাদক ফরিদুল মোস্তফা খানকে মাদক মামলায় ফাঁসানো হয় । বিনা ওয়ারেন্টে ঢাকা থেকে ধরে নিয়ে টেকনাফ থানায় তিনদিন আটকে রেখে অমানুষিক নির্যাতনের পর পৃথক ৬টি মিথ্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয় । বর্তমানে সাংবাদিক ফরিদুল মোস্তফা আদালত থেকে জামিনে মুক্ত আছেন । অপরদিকে ২০২০ সালে ফরিদুল মোস্তফা বাদী হয়ে সাবেক ওসি প্রদীপ এবং তার ২৬ পুলিশ সদস্য ও চার মাদক ব্যবসায়ীসহ ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা করেন । সেই মামলার প্রতিবেদন জমা দিতে ৫ম বারের মতো সময়ের আবেদন করেছে পিবিআই। সম্প্রতি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক কায়সার হামিদ এ আবেদন করেন। অপরদিকে মাদকের বিরুদ্ধে রিপোর্টেও প্রেক্ষিতে ফরিদুল মোস্তফা খানের বিরুদ্ধে পুলিশের ৬ মামলা এখনও প্রত্যাহার হয়নি। এ অবস্থায় একদিকে নিজের মিথ্যা মামলা, অপরদিকে মামলা-হামলায় জড়িতদের শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা খান।

অপরদিকে দৈনিক ময়মনসিংহ প্রতিদিনের সম্পাদক, আমাদের কণ্ঠের বিশেষ প্রতিনিধি খায়রুল আলম রফিক ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সংবাদপত্রে ময়মনসিংহ অঞ্চলে মাদক, দুর্নীতি অনিয়মের সংবাদ প্রকাশ করেন । এরই ধারাবাহিতায় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার প্রকাশক ইদ্রিস খানের পক্ষ হয়ে সাংবাদিক রফিককে আটক করে নির্যাতন করেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের তৎকালীন এসআই আক্রাম হোসেনসহ কয়েকজন। মোমেনশাহী ডিএস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মামলাবাজ ইদ্রিস খান ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে কয়েকটি মামলা করান । ইতিপূর্বে ইদ্রিস খান টাকার বিনিময়ে ময়মনসিংহে দুজন সাংবাদিক কে মামলা দিয়ে হয়রানি করছেন। এর মধ্যে একজন আব্দুল কাইয়ুম তিনি মময়মনসিংহ লাইফের সম্পাদক।
প্রতিকার চেয়ে সাংবাদিক খায়রুল আলম রফিক ময়মনসিংহ জেলা জজ আদালত ও সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন। তিনি ২০২০ সালে এসআই আক্রাম হোসেনসহ কয়েকজনের নামে হেফাজতে নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ০১/২০২০। সাংবাদিক ফরিদুল মোস্তফা জানান, পুলিশের সাজানো মামলায় আদালত প্রাঙ্গণে বেশিরভাগ সময় কাটে দুই সাংবাদিকের । মামলা পরিচালনা করতে গিয়ে সব খুইয়েছেন তারা । তাদের কাছে এখন টাকা পয়সা নেই বললেই চলে। পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন কাটছে । ঐ দুই সাংবাদিকের পরিবারের লোকজন জানান, পুলিশের মিথ্যা মামলায় গ্রেফতারের পর পুলিশ কর্তৃক অমানুষিক নির্যানের শিকার হওয়ার পর দীর্ঘদিন জেলখানার কুঠুরিতে দিন কাটে তাদের। লোকজনের গঞ্জনায় আর অভাব অনটনে স্বীকার হই আমরা ।
মানবাধিকার কর্মী আমিনুল ইসলাম বলেন, সাংবাদিক খায়রুল আলম রফিক ও ফরিদুল মোস্তাফা দুজনেই মেধাবী সাংবাদিক। দুর্নীতি অনিয়ম মাদক নিয়ে লেখালেখি করাটাই তাদের জীবনের কাল । তারা দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করার অনুরোধ জানাই।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!