|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আজকের সম্ভব্য একাদশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২০ নভেম্বর, ২০২১
ব্যার্থতার গোলচক্রে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দলে পরিবর্তন, মাঠ পরিবর্তন, নতুন পরিকল্পনা কিছুতেই ধরা দিচ্ছে না জয়। গতকাল পাকিস্তানের বিপক্ষে 'হোম গ্রেউন্ড' খ্যাত মিরপুরে হেরে টানা ৬ পরাজয়ের স্বাদ নিলো টাইগাররা। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে লজ্জাজনক পারফর্ম করে দেশের মাটিত প্রথম আন্তর্জাতিক ম্যাচও হারে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (শনিবার) দুপুর ২টায় মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে হেরে গেলে হাত থেকে ফসকে যাবে সিরিজ। এই ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের সম্ভব্য একাদশ দিয়েচে ক্রিকবাজ। বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, সাইফ হাসান/ইয়াসির আলী, নাজমুল হাসান শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ/আমিনুল ইসলাম, শরীফুল ইসলাম। পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী ও শাহীন শাহ আফ্রিদি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.