|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ে টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২১
কচুয়া উপজেলার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠে টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও আসন্ন পাথৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এবিএস রিয়াদ মাহমুদ চৌধুরী জুয়েল। প্রধান অতিথি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে অশ্লীল কাজ থেকে দূরে রাখা যায়। প্রতিটি এলাকায় খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। বিশেষ করে যুবরাই সমাজকে শান্তির দিকে এগিয়ে নিতে পারে। আজকে যারা এ খেলার আয়োজন করেছেন আমি তাদেরকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে আপনাদের সেবা করতে সকলের দোয়া ও সহযোগিতা চাই।
বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা উপ-প্রচার সম্পাদক মোঃ কামাল পারভেজ মিয়াজী,পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো: আলী আক্কাস মোল্লা ও মো. সোলায়মান প্রধান লিটন।
৫০ মিনিটের খেলাটি ট্রাইফিকারে বুধুন্ডা একাদশকে হারিয়ে নারিকেল তলা কিশোর একাদশ বিজয়ী হন। খেলাটিতে অংশ গ্রহণকারী দল ম্যান অব দা ম্যাচ অর্জন করেন মো. মেহেদী হাসান এবং ম্যান অব দা সিরিজ অর্জন করেন মোঃ রিয়াদ হোসেন।
দুই দলের খেলা শেষে প্রথম স্থান ও দ্বিতীয় স্থান অর্জন কারীদের হাতে অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। খেলাটির সার্বিক তত্বাবধানে পরিচালনা করেন মোঃ ইব্রাহীম ভূঁইয়া অভি, মো. শামিম পাটোয়ারীসহ অন্যান্যরা।
কচুয়া: কচুয়ার বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.