|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
“কর্মের অপেক্ষা”” দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৯ নভেম্বর, ২০২১
মনের প্রফুল্ল যদি থাকে সারাক্ষণ
সামনে এগিয়ে যায় সাফল্য জীবন;
একাগ্র যাহার চিত্ত থাকে অনুক্ষণ
কর্মের গুণেতে বড় স্বার্থক জীবন।
দয়ামায়া ভালোবাসা মানুষের প্রতি
অনুকম্পা প্রদর্শন করে তার প্রতি;
নিরলস কর্মকাণ্ড সাফল্যের গতি
অলসতা পরিহার কর্ম অগ্রগতি।
দুর্গম পাহাড় গিরি বন উপবন
ছায়া ঘেরা সবুজের নন্দন কানন;
বাঁশঝাড়ে অরণ্যের শীতল পতন
হঠাৎ উৎপন্ন শব্দ কিসের কারণ?
ভয়ার্ত জীবন নিয়ে করে চলাচল
পাহাড়ে অরণ্য ভূমি নদী সমতল;
শীতের উঞ্চ তাপের গভীর জঙ্গল
কুয়াশায় ঢাকা অন্ধকার সমতল।
দখিনা হাওয়া বন্ধ উত্তরের বায়ু
মগজ ধোলাই করে মানুষের আয়ু
সাংবাদিক পেশাজীবি বুদ্ধিজীবি স্নায়ু
শীতের উঞ্চতা বৃদ্ধি নাই দক্ষিণায়ু।
পড়ন্ত বিকেল যদি সাঁঝের বেলায়
সময় কাটায়ে দিও না অবহেলায়;
আকাশে চন্দ্রের কিরণ দেখ প্রভায়
কর্মের অপেক্ষা শুধু তোমার আশায়।
সাংবাদিক এস চাঙমা সত্যজিৎ
ফ্রিল্যান্স সাংবাদিক, কবি ও
চাঙমা বর্ণমালা গবেষক।
রচনাকাল ঃ বৃহস্পতিবার
নভেম্বর ১৮, ২০২১ খ্রি.
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.