|| ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে রজব, ১৪৪৬ হিজরি
ট্রাকচাপায় চাটখিলের এক কিশোর নিহত আহত ১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১৭ নভেম্বর, ২০২১
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ফাহাদ হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন এক বাইসাইকেল আরোহী।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় উপজেলার চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহাদ হোসেন চাটখিল উপজেলার বাসিন্দা। সে চৌধুরীহাটে চা দোকানের কর্মচারী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো চৌধুরীহাট বাজারের ব্যবসায়ী করিম মিয়া একটি বাইসাইকেলে ফাহাদকে নিয়ে বাজারের দিকে আসছিলেন। সাইকেলটি বেপারিবাড়ির সামনে পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায় ফাহাদ।
আশঙ্কাজনক অবস্থায় করিম মিয়াকে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, ঘটনার পর পর ট্রাকসহ চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.