|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ত্যাগী,নির্যাতিত ও তৃনমূল প্রার্থী কে বাছাই করা হবে
প্রকাশের তারিখঃ ১৬ নভেম্বর, ২০২১
কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু বকর মিয়াজীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব। তিনি বলেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল হিসেবে আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করে চমক সৃষ্টি করেছে। এ দল ক্ষমতা থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। আসন্ন ইউপি নির্বাচনে দলের যেকোনো বিশৃঙ্খলা ঠেকাতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক নৌকা প্রতীকে নির্বাচন হচ্ছে। তাই সৎ,যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন করে নৌকা প্রতীক উপহার দেয়া হবে এবং নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আপনাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,জিয়াউর রহমান হাতেম,দপ্তর সম্পাদক মো.দেলোয়ার হোসেন,সহ-দপ্তর সম্পাদক ও গোহট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো.কবির হোসেন মো.কবির হোসেন,কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল খায়ের মজুমদার প্রমূখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এনামুল হক মিন্টু,আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার,আবু তাহের,নজরুল ইসলাম বাচ্চু,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস মিঠু,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন সহ আরো অনেকে।
উক্ত বর্ধিত সভায় তৃনমূল থেকে আসন্ন ইউপি নির্বাচনে ৯নং কড়ইয়া ইউনিয়নে ১৪জন চেয়ারম্যান প্রার্থীর নাম প্রস্তাবনা আসে। তারা হচ্ছেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছালাম সওদাগর,বর্তমান চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,কেন্দ্রীয় যুবলীগের সদস্য সোলাইমান মিয়া জীবন,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী,আওয়ামী লীগ নেতা আবুল খায়ের মজুমদার,সোলাইমান মিয়াজী,জিসান আহমেদ পাটওয়ারী,সেলিম সরকার,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তারেক শামস মিঠু,উপজেলা যুবলীগের সদস্য ইঞ্জি. রাশেদ হোসাইন,মঞ্জুর এলাহী মজুমদার,মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা পারভীন,সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ ভূঁইয়া,স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল ইসলাম রিয়াদ ।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কচুয়া: কচুয়ায় কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.