|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শীলাচার বন বিহারে ১৬ তম শুভ দানোত্তম কঠিন চীবর দান -২০২১-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ১২ নভেম্বর, ২০২১
এর বেইন বুনার শুভ উদ্বোধন করেন
অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান জ্যোতি মহাস্থবির
সকলের সহযোগিতার আহবান
পার্বত্য চট্টগ্রামের প্রতি বছরের ন্যায় এ বছরও খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের ""শীলাচার বন বিহার"" এ ১৬ তম শুভ দানোতম কঠিন চীবর দান ২০২১ ইং, ২৫৬৫ বুব্ধাব্দ বেইন বুনার শুভ উদ্বোধন করেন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জ্ঞান জ্যোতি মহাস্থবির মহোদয়সহ পূজনীয় ভিক্ষুসঙ্ঘ।
আজ বিকেল ০৪টায় ১২ নভেম্বর ২০২১খ্রিষ্টাব্দ বশুক্রবার সকাল ""শীলাচার বন বিহারে দানোত্তম কঠিন চীবর দান উদযাপন উপলক্ষে উদযাপন কমিটির, বিহারের দায়ক-দায়িকার, এলাকার পূণ্যার্থীদের পক্ষ থেকে বুদ্ধ মূর্তি দান, হাজার প্রদীপ দানসহ নানাবিধ দানীয় সামগ্রীর দানকার্য় সম্পাদনের মাধ্যমে
শীলাচার বন বিহার উন্নয়ন কমিটির সভাপতি বাবু হেম রঞ্জন চাকমা , সাধারণ বাবু সত্য প্রিয় চাকমা। আর পবিত্র দানোত্তম কঠিন চচীবর দান ২০২১ খ্রি. উদযাপন কমিটি আহবায়ক ডাঃ জয়া চাকমা, সদস্য সচিব বাবু সুরেশ কুমার চাকমা অর্থ সম্পাদক বাবু তনয়দর্শী চাকমা জানান, আজ থেকে সারারাত বেইন বুনার পর ভোর পাঁচটায় বেইন বুনা সমাপ্ত করা হবে। এই বুনার কাপড় রঙ করাে চীবরে পরিণত করা হবে। সকাল নয়টায় (০৯:০০) আনুষ্ঠানিকভাবে কঠিন চীবর দানের কার্য্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে বুদ্ধমূর্তিদান, সঙ্ঘদান, অষ্টপরিক্খার দান ও ভিক্ষুসঙ্ঘের পিণ্ড দানসহ নানাবিধ দানের প্রথম পর্ব শুরু হবে।
যথারীতি দ্বিতীয় পর্ব একটায় শুরু করা হবে হবে বলে তাঁরা জানিয়েছেন। আগামীকাল বিকেল চারটায় (০৪:০০) ধর্মীয় ভাবগাম্ভীর্যে কঠিন চীবচর দান সম্পন্ন করা হবে।
শীলাচার বন বিহার এর কঠিন চীবর দানের অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাননীয় চেয়ারম্যান বাবু মংসুইপ্রু চৌধূরী অপু, সম্মানীত সদস্য বাবু শুভ মঙ্গল চাকমা (সুদর্শী)সহ তাঁর সফর সঙ্গীরা চীবর দানের পূণ্যাংশে অঙশ গ্রহণের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে কমিটিরা জানিয়েছেন
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.