|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাজারহাটে কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২১
রাজারহাটে সাত ইউনিয়নে ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার ঘটিকায় রাজারহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম কৃষকদের মাঝে এই কৃষি উপকরণ বিতরণ করেন।বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ২০২১-২২ অর্থ বছরের বাজেটে সারা দেশের ন্যায় রাজারহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার জানান কৃষি উপকরণের মধ্যে ১কেজি শরিষা,২০কেজি রাসায়নিক স্যার প্রত্যেক ইউনিয়নে ৬০জন করে প্রান্তিক কৃষকের মাঝে বিনামুল্যে বিতরণ করা হয়।বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর মন্ডল সাবু,উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার,রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,যুগ্ন সম্পাদক হামিদুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.