|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় বাল্যবিয়ে ও ইভটিজিং বন্ধে ক্যাম্পেইন অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৯ নভেম্বর, ২০২১
চাঁদপুরের কচুয়ায় মুজিব বর্ষে এই হোক আমাদের অঙ্গীকার,নারীর জয়ে সবার জয়, এই স্লোগানে বাল্যবিয়ে,ইভটিজিং বন্ধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার চেতনা যুব নারী সংস্থার আয়োজনে উপজেলার সাদিপুরা চাঁদপুর এম.এ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পেইন করা হয়।
চেতনা যুব নারী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোসা: শাহীনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন। এদিকে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসম্মত প্যাড বিতরণ ও ব্যবহারের উপকার এবং জনসচেতনতা মূলক আলোচনা করা হয়।
এসময় কলেজের শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থী ও সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.