|| ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নান্দাইলে ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৬ নভেম্বর, ২০২১
ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার (৬ই নভেম্বর) ৫০তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নান্দাইল বিআরডিবি’র সাবেক চেয়ারম্যান এনামুল হক বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু, সাংবাদিক আলম ফরাজী, সমবায়ী শওকত আলী, নান্দাইল উপজেলা সমবায় কর্মকর্তা আরব আলী প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য, নান্দাইলে সমবায়ীদের প্রতিটি সমিতি সঠিকভাবে পরিচালনা করার আহব্বান জানান এবং আগামী একমাসের মধ্যে নান্দাইল উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বিআরডিবি কার্যকরী কমিটি গঠন সংক্রান্ত জটিলতা নিরসন করবেন বলে উল্লেখ করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.