|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আফগানদের হারাল ভারত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৪ নভেম্বর, ২০২১
অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের দেখা পেল ভারত। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জাজনক হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল কোহলিরা। বুধবার রাতে আবুধাবিতে আফগানিস্তানকে ৬৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। এদিন সব জড়তা কাটিয়ে রানের ফোয়ারা ছোটালেন রোহিত- রাহুল। রশিদ-নাভিন-গুলবাদিনদের তুলোধোনা করে ৮৯ বলে করেন ১৪০ রানের জুটি গড়লেন তারা। রেকর্ড গড়া জুটির সুবাদে মাত্র ২ উইকেটে ২১০ রানের পাহাড় জমা করে ভারত। মাত্র বিশ ওভারে এ রানের পাহাড়ের ধারে কাছেও পৌঁছাতে পারেনি আফগান ব্যাটাররা। ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট পড়েছে আফগানিস্তানের। ২১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৪ রানে শেষ হয় আফগানিস্তানের ইনিংস। করিম জানাত করেন সর্বোচ্চ ২২ বলে ৪৪ রান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.