|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পৌরসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন দুই কাউন্সিলর প্রার্থী- দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২১
গত ২রা নভেম্বর ২০২১ রোজ মঙ্গলবার ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে কারচুপি সহ প্রভাবশালী প্রার্থীকে জিতিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৩ নভেম্বর) পৌর শহরে এ অভিযোগ তুলে দুই কাউন্সিলর প্রার্থী সাংবাদিক সম্মেলন করেন। দুই কাউন্সিলর প্রার্থী একযোগে ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার বরাবর অভিযোগ পত্র দায়ের করেন।
অভিযোগ পত্রে তারা বলেন, ছাগলনাইয়া পৌর নির্বাচনে ৯ নং ওয়ার্ড (পূর্ব ছাগলনাইয়া বাগান বাড়ী) হতে কাউন্সিলর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বীতা করেন। কিন্তু নির্বাচনে ভোট গ্রহনের শেষে এজেন্টদেরকে ইভিএম মেশিন এর প্রিন্ট কপি বের করে শূন্য ভোটের কপিতে জোর করে সাক্ষর নেওয়া হয়। এতেই আমাদের চিন্তাভাবনায় বুঝতে পারলাম যে, লোক দেখানো নির্বাচন অবাধ সুষ্ঠ হলেও ফলাফল প্রকাশে কারচুপি, অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তারা আরো বলেন, আমরা ৯ নং ওয়ার্ড (পূর্ব ছাগলনাইয়া বাগান বাড়ী) কেন্দ্রটির ১০ টি বুথের ইভিএম মেশিন এর প্রিন্ট কপি সহ পুনরায় ভোট গননা এবং ব্যালেটের মাধ্যমে পুনঃনির্বাচনের জোর দাবী জানাচ্ছি।
এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটানিং অফিসার মোঃ জসিম উদ্দিন জানান, অভিযোগ পত্র পেয়েছি। ইভিএম পদ্ধতিতে ভোট কারচুপি করার সুযোগ নেই। তবুও আমরা প্রার্থীদের অভিযোগ এর ব্যাপারে খতিয়ে দেখব।
লিখিত অভিযোগ পত্র পাঠ করে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, ৯ নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থী মোঃ আমিনুল হক মজুমদার (পান্জাবী প্রতীক) ও মোশারফ হোসেন মজুমদার মামুন (টেবিল ল্যাম্প)।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.