|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ঢাবি ‘ক’ ইউনিটে ফেলের হার ৮৯.২৪ শতাংশ-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩ নভেম্বর, ২০২১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ‘ক’ ইউনিটের ফলে পাস করেছেন ১০.৭৬ শতাংশ শিক্ষার্থী। আর ফেল করেছেন ৮৯.২৪ শতাংশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফল প্রকাশ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রকাশিত ফলাফল অনুযায়ী এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৯৪৫০৫ জন শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছেন ১০১৬৫ জন শিক্ষার্থী। অর্থাৎ গড় পাশের হার মাত্র ১০.৭৬ শতাংশ। শিক্ষার্থীরা admission.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবে। ক-ইউনিটে মোট আসন রয়েছে ১৮১৫ টি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.