ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ‘ক’ ইউনিটের ফলে পাস করেছেন ১০.৭৬ শতাংশ শিক্ষার্থী। আর ফেল করেছেন ৮৯.২৪ শতাংশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফল প্রকাশ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। প্রকাশিত ফলাফল অনুযায়ী এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৯৪৫০৫ জন শিক্ষার্থী। এরমধ্যে পাশ করেছেন ১০১৬৫ জন শিক্ষার্থী। অর্থাৎ গড় পাশের হার মাত্র ১০.৭৬ শতাংশ। শিক্ষার্থীরা admission.du.ac.bd ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবে। ক-ইউনিটে মোট আসন রয়েছে ১৮১৫ টি।