|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাইকগাছার হরিঢালী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সিদ্দিকী (রাজু) বিজয়ী -দৈনিক বাংলার
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২১
পাইকগাছা উপজেলার হরিঢালী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আবু জাফর সিদ্দিকী রাজু আনারস প্রতীক নিয়ে বেসরকারী ভাবে জয়লাভ করেছেন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল থেকে শত শত নারী পুরুষ সারিবদ্ধ ভাবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ইউপির ৯টি ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন, ১নং ওয়ার্ডে শহীদুল ইসলাম, ২নং ওয়ার্ডে আকু মোড়ল, ৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান, ৪নং ওয়ার্ডে শেখ আব্দুল গফুর, ৫নং ওয়ার্ডে আজিজুল খাঁ, ৬নং ওয়ার্ডে মুজাহিদ হাজরা, ৭নং ওয়ার্ডে শংকর বিশ্বাস, ৮নং ওয়ার্ডে বিষ্ণু কর্মকার, ৯নং ওয়ার্ডে ফারুক হোসেন লাকী, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে আঞ্জু আরা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে স্মিতা মন্ডল, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে জয়ন্তী বিশ্বাস মেম্বার সদস্য হিসেবে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। এদিকে এ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন ও সাধারণ সদস্য পদে ৪৮ জন প্রার্থীসহ মোট ৬৩জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বদ্বীতা করেন। এ ইউপিতে ২২ হাজার ৫ শত ভোটারের বিপরীতে ১০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন ও থানা পুলিশের পক্ষ থেকে সকল প্রস্তুতির পাশাপাশি বলা যায় নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো ইউনিয়ন। নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় এবং ভোটাররা নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারে এ জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে র্যাব, গোয়েন্দা সংস্থার সদস্য ও কোষ্ট গার্ড সদস্যসহ পুলিশের পাশাপাশি মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী কাজে সার্বক্ষনিক টহলে নিয়োজিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.