|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ছাগলনাইয়া পৌরসভায় পুনরায় মেয়র নির্বাচিত হলেন এম. মোস্তফা – দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ২ নভেম্বর, ২০২১
ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা বাহিনীর তিন স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে একটি অবাধ, সুষ্ঠ নির্বাচন উপহার দিয়েছেন উপজেলা নির্বাচন অফিস। মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত পৌরবাসি সুষ্ঠ ভোট প্রদানের মাধ্যমে বেসরকারি ভাবে নির্বাচিতদের মধ্যে ফুলেল শুভেচ্ছা জানান রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকাবাসি। নৌকার প্রতীক নিয়ে পৌর মেয়র ও পৌর আ'লীগের সভাপতি মোহাম্মদ মোস্তফা বিপুল ভোটে পুনরায় নির্বাচিত হয়। বেসরকারি ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছে ১ নং ওয়ার্ড আবদুল লতিফ বাহার, ২ নং ওয়ার্ড মেহেদী হাসান শিমুল চৌধুরী, ৩ নং ওয়ার্ড কাজী নুর আলম, ৪ নং ওয়ার্ড নাছির উল্যাহ রিন্টু, ৫ নং ওয়ার্ড মোজাহারুল ইসলাম মুছা, ৬ নং ওয়ার্ড হাবিবুর রহমান হাবিব, ৭ নং ওয়ার্ড সহিদ উল্যাহ মজুমদার, ৮ নং ওয়ার্ড আবদুল মোমিন ও ৯ নং ওয়ার্ডের মুন্সি নুর হোসেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হন ১,২,৩ নং ওয়ার্ড জাহানারা বেগম ৪,৫,৬ নং ওয়ার্ড মাসুদা আক্তার ৭,৮,৯ নং ওয়ার্ড সাহেনা আক্তার। ছাগলনাইয়া পৌরসভার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৫ হাজার ৬ শত ৫৯ জন তার মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন ১৬ হাজার ৫ শত ৯৬ জন। শতকরা ৪৬.৫৪% ভোট গ্রহন করা হয়। ছাগলনাইয়া উপজেলা পরিষদের হল রুমে জেলা নির্বাচন ও রিটানিং অফিসার মোঃ নাসির উদ্দিন পাটোয়ারী বেসরকারী ভাবে নির্বাচিতদের নাম ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.