|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শ্রীনগরের তন্তরে স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২১
মুন্সীগঞ্জের শ্রীনগরে আনারস প্রতিকের স্বতন্ত্রপ্রার্থী আলী আকবরের উপর নৌকা সমর্থিত প্রার্থী জাকির হোসেনসহ তার লোকজনের হামলার প্রতিবাদে ইউনিয়ন ব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।
শনিবার(৩০অক্টোম্বর) সকাল ১০টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া বাজারে শ্রীনগর মুন্সীগঞ্জ পাকা রাস্তার উপর এ মানববন্ধন শেষে প্রায় ৩হাজার অধিক লোকের একটি মিছিল পুরো ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় সিংপাড়া বাজারে এসে মিছিলটি শেষ হয়।
তন্তর ইউনিয়নের আলী আকবরের নিজ বাড়ী সোন্দারদিয়া গ্রামবাসী একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলটি বের করে। এসময় ইউনিয়নের ৯টির ওয়ার্ডের লোকজনসহ মেম্বার আলমগীর হোসেন, সাবেক মেম্বার শাজাহান মল্লিক মিন্টু, মহিলা মেম্বার কামরুনাহার চৌধুরী অনু, সাজেন্ট(অবঃ)রিপন, সমাজ সেবক কাজল, তন্তরে মনির শেখ, আজিজ, সুফিগঞ্জের রিপন, জাকির, পারাগাওয়ের জনি, বাবু, কাননীসারের মঞ্জু, মামুনসহ প্রায় ৩ হাজারেরও অধিক লোক উপস্থিত ছিলেন।
গত শুক্রবার(২৯অক্টোম্বর) দুপুর ১২টার দিকের স্বতন্ত্রপ্রার্থী আলী আকবর তার কয়েকজন লোক নিয়ে ভোট ভোট চাইতে চাইতে ইউনিয়নের ব্রা²নখোলা মাদবরবাড়ী এলাকায় পৌছালে একই ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী জাকির হোসেনসহ তার সমর্থকরা ধারালো, দা, রামদা, হকিষ্টিক, লাঠি শোঠা, লোহার, রুল ইত্যাদি অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত স্বতন্ত্রপ্রার্থী আলী আকবর উপর হামলা চালায় এবং আলী আকবরসহ তার লোকজনদেরকে এলোপাথারী বেধম পিটিয়ে গুরুত্বর আহত করে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.