|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
চন্ডিপাশা ইউপি’র সংরক্ষিত আসনের আবারও প্রার্থী হলেন রিনা রাণী পন্ডিত-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২১
আসন্ন ইউপি নির্বাচনে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন আওয়ামীলীগ নেত্রী রিনা রাণী পন্ডিত। সে লক্ষ্যে প্রতিদিনই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি চন্ডিপাশা ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং ব্র্যাক পল্লী সমাজ ইউনিয়নের সভাপতি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি অত্র ইউনিয়নের ৪নং ওয়ার্ড আনসার ভিডিপি মহিলা দলের দলনেত্রী। জনগণের ভালোবাসায় বিগত ইউপি নির্বাচনেও তিনি অংশ গ্রহন করেছিলেন। তবে হাল না ছেড়ে সংরক্ষিত আসনের ওয়ার্ডবাসীর উন্নয়নে তাদের ভালোবাসায় পুনরায় নিজেকে প্রার্থীতা ঘোষণা দিয়েছেন এবং বিজয়ের লক্ষ্যে সংরক্ষিত আসনের সকল ভোটার সহ সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগীতা কামনা করছেন। এ বিষয়ে আওয়ামীলীগ নেত্রী রিনা রাণী পন্ডিত জানান, তিনি চন্ডিপাশা ইউনিয়নের বিশেষত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে অবহেলিত রাস্তা-ঘাট, খালভার্ট সহ সুবিধা বঞ্চিত অসহায় মানুষের পাশে কাজ করতে চান। তিনি আরও জানান, অসহায় বেকারত্ব যুবক-যুবতী, বিধবা, পরিত্যাক্তা সহ দু:স্থ নারী-পুরুষদের পাশে দাড়িয়ে আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড জনগণের নিকট পৌছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ভোটাররা তাকে বিপুল পরিমাণে ভোট দিয়ে জয়যুক্ত করে সংরক্ষিত আসনে কাজ করার সার্বিক সহযোগীতা করবে বলে দৃঢ় আশা পোষন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.