|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কমিউনিটি পুলিশিং ডে-২০২১ সম্মাননা পেলেন বিশিষ্ট শিল্পপতি আইয়ুব আলী ফাহিম-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২১
কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতি স্বরুপ পূবাইল মেট্রো থানার কমিউনিটি পুলিশিং কমিটি সভাপতি বিশিষ্ট শিল্পপতি লতা হারবাল বিডি লিমিটেড এর চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম কে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।
আজ শনিবার ৩০ অক্টোবর সকাল ১১ঃ০০ ঘটিকায় কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আয়োজনে টঙ্গী পশ্চিম থানাধীন টঙ্গী সরকারি পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জনাব আইয়ুব আলী ফাহিম কে সম্মাননা স্বারক প্রদান করেন উক্ত সমাবেশের প্রধান অতিথি জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি,মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সম্মাননা স্বারক পেয়ে আইয়ুব আলী ফাহিম সাংবাদিকদের বলেন,কমিউনিটি পুলিশিং সদস্য পুলিশের সঙ্গে একযোগে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে, ইন্ডাস্ট্রিয়াল এবং হাইওয়ে পুলিশেও কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের মধ্য দিয়ে অপরাধ দমনে আরও এক ধাপ এগিয়ে গিয়েছে পুলিশ। আগামীতেও নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
উক্ত সমাবেশ সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ বরকতুল্লাহ খান, বিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
উক্ত সমাবেশে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামসুন নাহার ভূঁইয়া, এমপি সংরক্ষিত মহিলা আসন ৩১৩,ও জনাব এস এম তরিকুল ইসলাম জেলা প্রশাসক, গাজীপুর প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.