|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কচুয়ায় ইউপি সদস্য হিসেবে মিজানুর রহমানকে দেখতে চায় এলাকাবাসী-দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২১
চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের মালচোয়া-কাদিরখিল নিয়ে ৬নং ওয়ার্ড গঠিত। আসন্ন ইউপি নির্বাচনে ওই ওয়ার্ডে মিজানুর রহমানকে ইউপি সদস্য হিসেবে দেখতে চায় এলাকাবাসী। মিজানুর রহমান মালচোয়া গ্রামের অধিবাসী মৃত. আয়েত আলী সরকারের ছেলে।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ওই ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন চেয়ে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। মিজানুর রহমান বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি। এছাড়া তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি,ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক ও বর্তমানে ১২৫নং মালচোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউপি সদস্য নির্বাচিত হলে তরুনদের কাজে লাগিয়ে সুষম বন্টন হারে ওয়ার্ডকে বসবাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.