|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আজহারীকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা -দৈনিক বাংলার অধিকার
প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২১
আলোচিত ও সমালোচিত ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে প্রবেশ করতে বাধা দিয়েছে ব্রিটেনের হোম অফিস।
লন্ডনে 'আই অন টিভি'র আমন্ত্রণে আগামী ৩১ অক্টোবর একটি ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা ছিল তার। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে মালয়েশিয়া থেকে কাতার বিমানবন্দরে পৌঁছানোর পর আজহারী যখন লন্ডনের ফ্লাইটে ওঠার জন্য সংশ্লিষ্ট গেটে আসেন তখনই সেখান থেকে তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
তবে কেন তাকে ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি অথবা তার ভিসা বাতিল করা হয়েছে কিনা এ সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি।
আজহারির ভিসা বাতিল নিয়ে আই অন টিভির প্রধান নির্বাহী আতাউল্লাহ ফারুক বলেন, আই অন লন্ডন ইসলামি কনফারেন্স ২০২১ ও আই অন কোরআন ও ইসলামি সংগীত প্রতিযোগিতা ২০২১ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৩১ অক্টোবর লন্ডনের রয়েল রিজেন্সি হলে অনুষ্ঠিত হবার কথা ছিলো যা বিশেষ কারণবশত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই তারিখ জানানো হবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.